দেশেই তৈরি হবে প্রিপেইড মিটার: চীনের সাথে যৌথ কোম্পানি

electrycity meter

বৈদ্যুতিক সরঞ্জাম ও বিদ্যুতের প্রিপেইড মিটার তৈরি হবে দেশেই। এজন্য বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড গঠনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

চীন ও বাংলাদেশ ও যৌথভাবে এই কোম্পানি গঠন করবে। খুলনায় হবে এর কারখানা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

সরকারি মালিকানাধীন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং চীনের সেনজেন স্টার ইনস্ট্রুমেন্ট কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড গঠন করা হবে।

এ কোম্পানি বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ও বিদ্যুতের প্রিপেইড মিটার তৈরি করবে। এসব সরঞ্জাম দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যাবে।

বিদ্যুৎ বিভাগ সূত্র জানিয়েছে, খুলনা মহানগরীর মোহাম্মদনগরে প্রাথমিকভাবে এ কোম্পানির কাজ শুরু হয়েছে। পরে নগরীর শেখপাড়ায় ওজোপাডিকোর নিজস্ব জায়গায় স্থায়ীভাবে উৎপাদন কারখানা নির্মাণ করা হবে। এজন্য ২৮ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে কমপক্ষে ২০০ জনের কর্মসংস্থান হবে। প্রাথমিকভাবে ১০ লাখ মিটার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়ে।
দেশে উৎপাদন হলে বর্তমান দর থেকে কমমূল্যে স্মার্ট প্রিপেইড মিটার সরবরাহ করা যাবে। প্রয়োজনে চাহিদা মিটিয়ে রপ্তানি করা যাবে। এরফলে মিটার আমদানির প্রয়োজন হবে না।বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।