দেশেই হবে বিদ্যুতের প্রিপেইড মিটার
দেশেই প্রস্তুত হচ্ছে বিদ্যুতের প্রিপেইড মিটার। বাংলাদেশ ও চীনের যৌথ মালিকানায় রাষ্ট্রীয় কোম্পানি এই মিটার করবে।
চীন ও বাংলাদেশের যৌথ অংশীদারে মিটার তৈরি করতে বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড (বিপিইএমসি) কোম্পানি করা হয়েছে। কোম্পানিতে বাংলাদেশের রুরাল পাওয়ার কোম্পানির ৫১ শতাংশ এবং চীনের শেনজেন স্টার ইন্সট্রুমেন্ট কোম্পানির ৪৯ শতাংশ অংশ।
এই কোম্পানি বছরে ১৩ লাখ থেকে সর্বোচ্চ ৩৯ লাখ মিটার এ্যাসেম্বিলিং করতে পারবে। টঙ্গীর সেনা কল্যাণ বাণিজ্যিক কমপ্লেক্সে কোম্পানির কারখানা করা হয়েছে।
বাংলাদেশে প্রায় ৪ কোটি বিদ্যুৎ গ্রাহক। ২০২১ সালের মধ্যে ৬৬ লাখ ৫৬ হাজার প্রিপেইড বা স্মার্ট মিটার স্থাপন করা হবে। নভেম্বও মাস পর্যন্ত ৩৭ লাখ মিটার স্থাপন করা হয়েছে।
স্থানীয় চাহিদা মিটিয়ে স্মার্ট প্রিপেইড মিটার এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি বিদেশে রফতানি করার লক্ষ্য ঠিক করেছে এই কোম্পানি।
সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই কারখানার উদ্বোধন করেন।
উদ্বোধনীতে প্রতিমন্ত্রী বলেন, প্রস্তুত করা মিটারের গুণগত মান ঠিক রেখে প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করতে হবে। মিটার প্রস্তুত করার সাথে সাথে অন্যান্য ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স যন্ত্র প্রস্তুতের উদ্যোগ নিতে হবে। বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, গ্রাহকরা যেন চাহিদা মতো বিক্রয়োত্তর সেবা পায়।
প্রতিমন্ত্রী বলেন, প্রথম অ্যাসেম্বলি প্ল্যান্ট করেন, ধীরে ধীরে ফ্যাক্টরিতে রূপান্তর করতে হবে। প্রথম দিকে অ্যাসেম্বল করছেন, বাইরে থেকে এনে এখানে সংযোজন করছেন। কিন্তু মাথায় রাখতে হবে একটা সময় ম্যানুফ্যাকচারের দিকে যেতে হবে। মিটার প্রস্তুতের সঙ্গে অন্যান্য ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স গেজেট ও যন্ত্রপাতি প্রস্তুতের বিষয়েও বিপিইএমসিকে জোর দেয়ার নির্দেশ দেন নসরুল হামিদ।
বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেডের (বিপিইএমসি) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মঈন উদ্দিনের সভাপতিত্বে ভার্চুয়াল অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, আরপিসিএল (রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড) এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুস সবুর ও শেনজেন স্টারের মহাব্যবস্থাপক ফেলিক্স লাও বক্তব্য দেন।