দেশের উন্নয়নে বিদ্যুৎ খাতের অবদান অপরিসীম: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, দেশের উন্নয়নে বিদ্যুৎ খাতের ভূমিকা অপরিসীম।মঙ্গলবার পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কৈজুরি ও জয়কৃষ্ণপুর গ্রামে সাড়ে তিন কিলোমিটার বিদ্যুৎ লাইন সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে করে এ সরকারের আমলে এ উপজেলায় পাঁচ হাজার ৫৩৭ জন গ্রাহক বিদ্যুৎ সেবার আওতায় আনা হলো।
এ সময় অন্যান্যের মধ্যে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম প্রকৌশলী আবদুল মতিন, এজিএম (এমএস) জরিপ হোসেন, আরই সাইফুর রশীদ খান, আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুন রাজীব, এএসপি মমিনুল করিম, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম রতন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনো, আশরাফ-উজ-জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন আটঘরিয়া বিদ্যুৎ সমিতি এলাকার পরিচালক ইয়াকুব আলী।
মন্ত্রী বলেন, সরকার বাংলাদেশে বিদ্যুতের স্বনির্ভরতা অর্জন করেছে। জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে তের হাজার ২৬৫ মেগাওয়াট বিদ্যুৎ। এ সময় মন্ত্রী চলতি বছরে ৩০ হাজার কিমি বিদ্যুৎ লাইন সংযোগসহ ৩০ লাখ গ্রাহককে বিদ্যুৎ সেবার আওতায় আনা হবে বলে জানান।