দেশে এখনো লোডশেডিং আছে: এবছরই শতভাগ বিদ্যুৎ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশের বিভিন্ন এলাকায় এখনো লোডশেডিং আছে। তবে উৎপাদনে ঘাটতির জন্য নয় গ্রিডে সমস্যার জন্য লোডশেডিং হয়।
আজ বৃহষ্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য নবী নেওয়াজের সম্পূরক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, পিকআওয়ারে দেশের বিভিন্ন এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে সমস্যা হয়। তবে অফপিক আওয়ারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন সব এলাকার মানুষ। পিকআওয়ারে বিদ্যুৎ চাহিদা কিছুটা বেড়ে যায়।

চলতি বছরের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, চলতি বছরের মধ্যে দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সংসদে সরকারি দলের সদস্য ফিরোজা বেগমের (চিনু) এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার চলতি অর্থবছরে সারাদেশে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ১৮ লাখ বিদ্যুৎ সংযোগ প্রদান করেছে। বিদ্যুৎ বিহীন (অফগ্রীড) এলাকার মানুষকে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা প্রদান করা হবে।
তিনি বলেন, বিদ্যুতের অবৈধ সংযোগ রোধ এবং বিদ্যুৎ সেবাকে আরো আধুনিকীকরণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
সরকারি দলের সদস্য নুরুল ইসলামের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, সরকার দেশের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করেছে। ওই এলাকায় ১১টি সাবস্টেশন ও একটি গ্রীড স্টেশন স্থাপনের মাধ্যমে আমরা কাজ শুরু করতে চাই।