দ্রুত সিদ্ধান্ত নিতে পারলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দ্রুত সিদ্ধান্ত নিতে পারলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে নানাবিধ উৎস হতে জ্বালানি সংগ্রহ ও বিকল্প জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করছি।
প্রতিমন্ত্রী বুধবার বিদ্যুৎ ভবনে এশিয়ান ডিভলপমেন্ট ব্যাংক (এডিবি) –এর সহায়তায় জ্বালানি নিরাপত্তা’র উপর এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে এলপিজি’র (তরল পেট্রোলিয়াম গ্যাস) বিশাল বাজার হতে যাচ্ছে। আগামী ২/৩ বছরের মধ্যে ৭০ ভাগ বাসা-বাড়ীতে যাতে এলপিজি ব্যবহার করে তার উদ্যোগ নেয়া হয়েছে। এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) ও নবায়ণযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতেও কাজ করা হচ্ছে। উন্নত মানের কয়লার আরও সাশ্রয়ী ও বহুমূখি ব্যবহারে এশিয়ান ডিভলপমেন্ট ব্যাংকের (এডিবি) সহযোগিতা কামনা করছি।
এশিয়ান ডিভলপমেন্ট ব্যাংক(এডিবি) এর সহায়তায় প্রাইজ ওয়াটারহাউজ কুপার ( পিডব্লিওসি), ভারতের পক্ষ থেকে জ্বালানি নিরাপত্তা’র উপর একটি প্রবব্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধে জ্বালানি নিরাপত্তার বিভিন্ন বিকল্প নিয়ে বিশ্লেষণ করা হয়। যেখানে বাংলাদেশের জ্বালানির বিভিন্ন খাতসমূহ ও তার বিশ্লেষণ, এলএনজি, এলপিজি, কয়লা, নবায়ণযোগ্য জ্বালানি, বিদ্যুৎ আমদানি, জ্বালানি সংরক্ষণ ইত্যাদি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, এশিয়ান ডিভলপমেন্ট ব্যাংক (এডিবি) দক্ষিণ এশিয়া সম্পর্কিত জ্বালানি বিভাগের পরিচালক এন্থনি যোড, পিডিবি’র চেয়ারম্যান শামসুল হাসান মিয়া ও অতিরিক্ত সচিব ড. আহমেদ কায়কাউস বক্তব্য রাখেন।