নওগাঁয় কয়লা খনির সন্ধানে কূপ খনন শুরু

নওগাঁয় কয়লা খনির সন্ধানে আনুষ্ঠানিকভাবে কূপ খনন কাজ শুরু হয়েছে। রোব্বার বদলগাছি উপজেলার তাজপুর গ্রামে কয়লা অনুসন্ধানে খনন কাজ শুরু করেছে ভূতাত্ত্বিক অধিদপ্তর।
প্রথম পর্যায়ে চলছে ১ হাজার মিটার গভীর নলকূপ খননের কাজ। এরপর ৪ হাজার ফুট গভীর কূপ খননেরও কথা রয়েছে।

খনন কাজে ব্যবহারের জন্য সেখানে পৌঁছে গেছে ভারী মেশিন ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। তবে জমি অধিগ্রহণ না করে খোঁড়াখুঁড়ি শুরু করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। দেশে এ পর্যন্ত বড়পুকুড়িয়া, জামালগঞ্জ, খালাসপীর, দীঘিপাড়া ও ফুলবাড়িয়ায় পাঁচটি কয়লা খনি আবিষ্কার হয়েছে। তবে কয়লা উত্তোলন করা হচ্ছে শুধুমাত্র বড়পুকুড়িয়া খনি থেকে।