নতুন এলাকায় গ্যাস সংযোগ নয় : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

চাহিদার তুলনায় গ্যাস ঘাটতি থাকায় নতুন এলাকায় গ্যাস সংযোগ দেয়া হবে না বলে সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ছবি বিশ্বাসের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে প্রতিদিন গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি রয়েছে ৫০০ মিলিয়ন ঘনফুট। গ্যাস উৎপাদন/সরবরাহ আংশিক বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন এলাকা বর্ধিত না করে, যেসব এলাকায় গ্যাস বিতরণ লাইন বিদ্যমান শুধু সেসব এলাকায় স্ব-স্ব বিতরণ কোম্পানির মাধ্যমে পর্যায়ক্রমে আবাসিকে গ্যাস সংযোগ দেয়া হবে।
তালুকদার মো. ইউনুসের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের বিদ্যুৎ বিল মওকুফ করার পরিকল্পনা নেই। তবে নিয়মিত আয়ের উৎসবিহীন ধর্ম মন্ত্রণালয়ের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মাসিক ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে পরিশোধ করা হয়।