নতুন কোম্পানি বাতিল না হলে কঠোর আন্দোলন

রাজশাহী ও রংপুরকে আলাদা কোম্পানি করার প্রতিবাদে আন্দোলন শুরু করেছে বিউবো শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদ। নর্থ ওয়েষ্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (নওপাডিকো) গঠন বাতিলের দাবিতে ঢাকাসহ সারাদেশের পিডিবির কার্যালয়ে অবস্থান কর্মসুচি পালন করেছে তারা। দাবি আদায় না হলে রোববার থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়।
সোমবার হঠাৎ করেই সম্পত্তি ও কার্যক্রম হস্তান্তরের বিষয়ে পিডিবি ও নওপাডিকো’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।  এরপর দিন থেকেই আন্দোলন শুরু করেছে কর্মকর্তা-কর্মচারিরা। বৃহস্পতিবার মতিঝিলের প্রধান কার্যালয়ে তালাবদ্ধ করে রাখে ঐক্য পরিষদের নেতা-কর্মীরা। এরপর বিদ্যুৎ ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসুচি পালন করা হয়। এর আগেরদিন বুধবারও ঢাকাসহ সারাদেশে পিডিবির কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করে।
এর আগে এপ্রিল মাসে এবং গত বছরের ডিসেম্বর মাসেও একই দাবিতে আন্দোলন করে ঐক্য পরিষদ। দুইবারই প্রতিমন্ত্রীর নসরুল হামিদের সঙ্গে দেখা করে নেতারা স্মারকলিপি জমা দেয়। তখন প্রতিমন্ত্রী আপাতত কোম্পানি না করা ঘোষণা দেয়। কিন্তু গত সোমবার হঠাৎ করেই কোম্পানি গঠনের কাজটি চূড়ান্ত করা হয়।
গতকাল সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিদ্যুৎ ভবনে পিডিবির কর্মীদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। বক্তারা দ্রুত নতুন কোম্পানি গঠনের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান। এ সময় বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের (বিপিপি-বিউবো শাখা) সহসভাপতি প্রকৌ. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এম এম সিদ্দিক, নুরুল আমিন, মঞ্জুর -উল-আলম, জহিরুল ইসলাম চৌধুরী, আলাউদ্দিন মিয়া প্রমুখ। এ সময় ঐক্য পরিষদের সদস্য ও পিডিবির বিভিন্ন জোনে কর্মরত শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে খন্ড খন্ড করে কোম্পানিতে রূপান্তর না করার জন্য বিউবি’র সব কর্মকর্তা, কর্মচারী বার বার দাবি জানিয়ে আসছে। এসব দাবি অগ্রাহ্য করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিতরণ উত্তরাঞ্চল- রাজশাহী ও রংপুরকে কোম্পানি করা হয়েছে। এর আগে আশুগঞ্জ, খুলনা, ইজিসিবিসহ বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কোম্পানি করে লাভের চেয়ে সরকারের ব্যয় বেড়েছে। তারা প্রতিমন্ত্রীর প্রতি হস্তান্তরের বিষয়ে মন্ত্রণালয়ের দেয়া সিদ্ধান্ত পুন: বিবেচনা করে বাতিল করার দাবি জানান। তারা বলেন, অন্যথায় নতুন করে আন্দোলনের কর্মসুচি ঘোষণা করা হবে।