নতুন বিদ্যুৎকেন্দ্রে গ্যাস দেয়া অনিশ্চিত
নতুন বিদ্যুৎকেন্দ্রে গ্যাস দেয়া অনিশ্চিত। বর্তমানে বিদ্যুতে সর্বোচ্চ ১৪০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা। নতুন কেন্দ্র উৎপাদনে এলে আরো প্রায় ৫০ কোটি ঘনফুট গ্যাসের প্রয়োজন হবে। যা পেট্রোবাংলা দিতে পারবে না।
বুধবার বিদ্যুৎ বিভাগে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, নতুন করে যে আটটি কেন্দ্রে গ্যাস চাইছে পিডিবি সেগুলোতে আরো ৪৯ কোটি ঘনফুট গ্যাসের প্রয়োজন হবে। এরমধ্যে গাজীপুরের কড্ডায় ১৫০ মেগাওয়াট এবং ২০০ মেগাওয়াটের দুটি বিদ্যুৎকেন্দ্রে শর্তসাপেক্ষ গ্যাস সরবরাহে সম্মত হয়েছে পেট্রোবাংলা। কেন্দ্র দুটিতে সাত কোটি ঘনফুট গ্যাস প্রয়োজন হবে। অন্য ছয়টি বিদ্যুৎকেন্দ্রের গ্যাস সরবরাহের নিশ্চয়তা দেয়নি পেট্রোবাংলা। পিডিবি থেকে বার বার তাগাদা দেয়া হলেও পেট্রোবাংলা এই পরিমাণ গ্যাস সরবরাহ কোন ক্রমেই সম্ভব নয় বলে জানিয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে, শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট, ঘোড়াশাল ৩৬৩ মেগাওয়াট, শিকলবাহা ২২৫ মেগাওয়াট, ঘোড়াশাল ৩য় ইউনিট ৪১৬ মেগাওয়াট, ঘোড়াশাল ৬ষ্ঠ ইউনিট ৪০০ মেগাওয়াট, ঘোড়াশাল ৪র্থ ইউনিট ৪০৩ মেগাওয়াট।
বৈঠক সূত্র জানায়, এই কেন্দ্রগুলোর মধ্যে শাহজিবাজার ও ঘোড়াশালের একটি কেন্দ্রের জন্য এখনই গ্যাস প্রয়োজন। এ বিষয়ে পেট্রোবাংলাকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ২০১৫ ও ২০১৬ সালে যেসব গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আসবে সেগুলোর বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে।
বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর বলেন, বর্তমানে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ চাহিদা অনুযায়িই করা হচ্ছে। গ্যাসের কারণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না এটা ঠিক না। আসলে পিডিবির এমন অনেককেন্দ্র আছে যেখানে পেট্রোবাংলা গ্যাস দিতে পারে কিন্তু পিডিবি নিতে পারে না। তিনি বলেন, ভবিষ্যতে কোনো বিদ্যুৎকেন্দ্র গ্যাসভিত্তিক হওয়া ঠিক হবে না। কারণ গ্যাসের অবস্থা ভাল না। ফলে বিকল্প জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের দিকে আমাদের যেতেই হবে। হোসেন মনসুর বলেন, পেট্রোবাংলার কাছ থেকে গ্যাসের নিশ্চয়তা না নিয়েই পিডিবি অনেকগুলো গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি করছে। এসব কেন্দ্রে আসলেই পেট্রোবাংলা গ্যাস দিতে পারবে কিনা তা অনিশ্চিত।
বর্তমানে মোট বিদ্যুতের ৬৩ দশমিক ৬২ ভাগ গ্যাস দিয়ে উৎপাদন করা হচ্ছে। পিডিবি বলছে, এরপরও গ্যাস ঘাটতির কারণে প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না।