নবায়নযোগ্য জ্বালানি বাড়াতে উপযুক্ত বিনিয়োগ প্রয়োজন: নসরুল

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানির প্রসার বাড়াতে হলে প্রযুক্তির অবাধ বিচরণ এবং উপযুক্ত বিনিয়োগ প্রয়োজন। এজন্য পারস্পরিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব বাড়াতেই হবে।

শুক্রবার (২০শে অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে এসকাপ আয়োজিত তৃতীয় এশিয়া প্যাসিফিক এনার্জি ফোরামে মন্ত্রী পর্যায়ে বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নানা সীমাবদ্ধতার পরও বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং আগামীতেও দেবে।

শক্তিশালী জ্বালানি সহযোগিতা ও আঞ্চলিক আন্তঃসংযোগ এশিয়া প্যাসিফিক অঞ্চলের টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

এসময় নেপালের জ্বালানি, পানি সম্পদ এবং সেচ মন্ত্রী শক্তি বাহাদুর বাসনেট, এসকাপের ডেপুটি একজোটিভ সেক্রেটারি ফর প্রোগ্রাম লিন ইয়াং, আসিয়ান সেন্টার ফর এনার্জির এক্সিকিউটিভ ডিরেক্টর নোকি আগেয়া উতামা ও সদস্য রাষ্ট্রসমূহের মন্ত্রী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে ২০২৫ সালের মধ্যে কমপক্ষে ৪ হাজার মেগাওয়াট নবায়নযোগ জ্বালানির বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হবে। ১২০টি প্রকল্পের মাধ্যমে ১১ হাজার ৭০৬ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বিভিন্ন পর্যায়ে রয়েছে।