নবায়নযোগ্য জ্বালানিতে জাইকাকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে আরো বিনিয়োগ করতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে জাইকার প্রেসিডেন্ট আকিহিকো তানাকার সঙ্গে সাক্ষাতকালে এই কথা বলেন তিনি।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী জাপানকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বলে উল্লেখ করে মুক্তিযুদ্ধের সময়ে তাদের সহায়তার কথা স্মরণ করেন। বাংলাদেশের সরকার প্রধান হিসাবে জাপান সফরের সময় যমুনা সেতুর জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করার কথা উল্লেখ করেন তিনি। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে জাপান বড় সহযোগী হিসাবে কাজ করছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। শামীম চৌধুরী বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে আরো বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আকিহিকো তানাকাও বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা দেবে বলে আশ্বাস দিয়েছেন।
সোমবার জাইকার সঙ্গে বাংলাদেশের ১ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলারের পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে এই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান শামীম চৌধুরী।