নবায়নযোগ্য জ্বালানিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

নবায়নযোগ্য জ্বালানিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে এখনো সংকট মোকাবিলায় পুরোপুরি ভুমিকা রাখতে পারছে না। এ কারণে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশকে গ্যাসের ওপর নির্ভর করতে হচ্ছে। একই সঙ্গে দেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে শিল্প-কারখানা ও বাসাবাড়িতে গ্যাসের সংযোগ বন্ধ করতে হয়েছে। এ অবস্থায় বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘৭ম আন্তর্জাতিক বাংলাদেশ ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো ও গ্রিন সামিট’-এর দ্বিতীয় দিনের আলোচনায় এ তথ্য তুলে ধরেন বক্তারা।
বক্তারা নবায়নযোগ্য প্রাকৃতিক শক্তি, কার্বন নিরপেক্ষ পরিবেশ, দিনের আলোর ব্যবহার, বায়ু চলাচল নিয়ন্ত্রণ, বৃষ্টির পানিকে পুনর্ব্যবহার, দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর পরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ণ নিয়ে তথ্য তুলে ধরেন।
বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশ সোলার হোম সিস্টেমে সবচেয়ে বেশি কাজ করছে। এক্ষেত্রে বিশ্বের এক নম্বর দেশগুলোর সঙ্গে তুলনা করার যোগ্যতা অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ। এছাড়া বায়ু ও জলবিদ্যুতেও কাজ চলছে। খুব শিগগির সোলার মিনি গ্রিডের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে।
প্রদর্শনীতে ১৩টি দেশের ১৩০টি প্রতিষ্ঠান ২২০টি স্টলে বিদ্যুৎ সাশ্রয়ি ইন্ডাষ্ট্রিয়াল বৈদ্যুতিক যন্ত্রাংশ, এয়ার কন্ডিশনিং সিস্টেম, পরিবেশবান্ধব ভবন নির্মাণ যন্ত্রাংশ, অফিস ইন্টেবিয়র, তাপ নিয়ন্ত্রন প্রযুক্তি, কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন এবং ভবনে সয়ংক্রিয় বিদ্যুৎ সাশ্রয় প্রযুক্তিসহ বিভিন্ন শিল্পের উদ্ভাবিত আধুনিক যন্ত্র ও সেবা প্রদর্শন করা হয়েছে।