নবায়নযোগ্য জ্বালানির ৪০ প্রকল্পের দরপত্র আহ্বান হচ্ছে
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মো. ফাওজুল কবির খান খুব তাড়াতাড়িই নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ৪০টি প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে।
বৃহস্পতিবার (১০ই অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে বদ্ধপরিকর সরকার। নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরশীলতা বাড়াতে টেকসই উদ্যোগের ওপর জোর দেয়া হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে বড় পরিসরে উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, তৈরি পোশাক খাতে নিরাপদ শ্রম পরিবেশ সৃষ্টি, সবুজ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত।
জার্মান রাষ্ট্রদূত জানান, তার দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে স্বল্প খরচে নবায়নযোগ্য জ্বালানি উতপাদন ও তা টেকসই করতে অর্থনৈতিক বিনিয়োগ এবং কারিগরি সহায়তা দিতে আগ্রহী।