নভেম্বর মাসের জন্য বাড়ল এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক:

নভেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। অক্টোবরের চেয়ে নভেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে এক হাজার ৩৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে টানা চার মাস বাড়ল গ দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসির হল রুমে সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন আশ্বাস দেন যে এলপিজির কোনো ঘাটতি হবে না। ১২ কেজির এলপিজির দাম এক হাজার ৩৬৩ থেকে থেকে ১৮ টাকা বাড়িয়ে এক হাজার ৩৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগের মাসে ৭৯ টাকা বাড়িয়ে এক হাজার ৩৬৩ টাকা এবং তার আগের মাসে সেপ্টেম্বরে ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ১৪৪ টাকা বাড়িয়ে এক হাজার ২৮৪ টাকা করা হয়েছিল। আগস্ট মাসে এর দাম ১৪১ টাকা বাড়িয়ে এক হাজার ১৪০ টাকা করা হয়। তবে জুলাই মাসে দাম ১৬১ টাকা কমিয়ে এক হাজার ৭৪ টাকা করা হয়েছিল। অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৩ টাকা ৩৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা অক্টোবরে ছিল ৬২ টাকা ৫৪ পয়সা আর সেপ্টেম্বর মাসে ছিল ৫৮ টাকা ৮৭ পয়সা।