নরসিংদীতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুইজন নিহত
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের প্রাণ ফুড ফ্যাক্টরির চরকা টেক্সটাইল মিলের বৈদ্যুতিক তার ছিঁড়ে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। নিহতরা হলেন-ডাংগা ইউনিয়নের দুই বাসিন্দা শহীদুল্লাহ (৫৬) ও কামাল (৪২)। নিহত শহীদুল্লাহ’র ছেলে শফিকে (১৭) মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার দুপরে মিলের সামনের ঘাটে নৌকা যোগে পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বৈদ্যুতিক তারটি বিচ্ছিন্ন অবস্থায় থাকার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। আমরা নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে মিল কর্তৃপক্ষের কোন অবহেলা আছে কি না যাচাই করা হচ্ছে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।