নসরুল হামিদ আবার বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আবার প্রতিমন্ত্রী হিসেবেই থাকছেন নসরুল হামিদ।
বৃহষ্পতিবার নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দীর্ঘ সময়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড গড়েছেন নসরুল হামিদ। ২০১৪ সালের ৬ই জানুয়ারি থেকে টানা দায়িত্ব পালন করে আসছেন। তার আগে কেউ এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে এতো লম্বা সময় ধরে দায়িত্ব পালন করেন নি। তার হাত ধরেই দেশের শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত হয়েছে।