নাজিমউদ্দিন চৌধুরী জ্বালানি বিভাগের ভারপ্রাপ্ত সচিব

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নাজিমউদ্দিন চৌধুরীকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এ আদেশ জারি করে। জ্বালানি ছাড়াও শিক্ষা, ভূমি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব দিয়েছে সরকার। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার ইউনিটে এসেছেন একজন ভারপ্রাপ্ত সচিব। পাশাপাশি পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সচিব মর্যাদার আরেক কর্মকর্তাকে।
এছাড়া আলাদা আদেশে অর্থ সচিবকে দুই বছরের চুক্তিতে একই পদে নিয়োগ এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর করেছে সরকার।