নারায়ণগঞ্জে বর্জ্য থেকে হবে বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদন:

নারায়ণগঞ্জে বর্জ্য থেকে ছয় মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্তাপন করা হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জালকুড়ি এলাকায় এই কেন্দ্র স্তাপন করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁও এ ইউডি এনভায়নমেন্টাল ইকুইপমেন্ট টেকনোলজি কোম্পানি লিমিটেড, এভারব্রাইট এনভায়রনমেন্টাল প্রোটেকশন টেকনিক্যাল ইকুইপমেন্ট লিমিটেড এবং এসএবিএস সিন্ডিকেট যৌথভাবে বিদ্যুৎ বিভাগের সাথে এই চুক্তি করেছে।
আগামী ২০ বছর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে ওই কনসোর্টিয়াম। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য পড়বে ২০ দশমিক ৯১ সেন্ট।
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম চুক্তি সই অনুষ্ঠানে বলেন, শুধু সিটি করপোরেশন বা বড় শহরে নয়, প্রত্যন্ত গ্রামগঞ্জের ময়লা-আবর্জনা সংগ্রহ করে তা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে। কিছু কিছু পৌরসভায় ছোট ছোট আকারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টের অনুমোদন দেওয়া হচ্ছে । বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি শুধু শহরে সীমাবদ্ধ থাকবে না। টেকনোলজি প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এখন যে প্রযুক্তি, তাতে আগের তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায়। বেশি উৎপাদন করা গেলে অর্থনীতিতে ভূমিকা রাখা সম্ভব হবে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বহুমুখী উৎসের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যাপ্তি বাড়ানোর চেষ্টা চলছে। সৌর, বায়ু, পানি বা বর্জ্য নিয়ে গবেষণা চলছে। হাইড্রোজেন ফুয়েলও সরকারের পরিকল্পনায় রয়েছে। ইলেকট্রিক ভেহিকেলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আমরা চার্জিং গাইডলাইন তৈরি করে ফেলেছি। ইঞ্জিনের দক্ষতা বেশি হওয়ায় সাশ্রয়ীভাবে ইলেকট্রিক ভেহিক্যাল চালনা করা সম্ভব।
প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক সঙ্কটের জন্য সারা বিশ্বেই জ্বালানির বাজারে অস্থিরতা বিদ্যমান। বিদ্যুৎ বিভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যাচ্ছিল- এই যুদ্ধ তা বাধাগ্রস্ত করেছে। আগামী মাস বা তার পরের মাসে বিদ্যুৎ পরিস্থিতি আরও ভালো অবস্থায় যাবে।
বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীসহ অন্যরা উপস্থিত ছিলেন।