এনার্জি বাংলা নতুন কলেবরে প্রকাশ শুরু হলো
এনার্জি বাংলা নতুন কলেবরে প্রকাশ শুরু হলো। অনলাইনের পাশাপাশি এখন থেকে নিয়মিত ছাপানো হবে পাক্ষিক এনার্জি বাংলা। বাংলা ভাষায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক এটাই হবে প্রথম পাক্ষিক পত্রিকা।
এউপলক্ষে রাজধানীর ঢাকাক্লাবে উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনারের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীরবিক্রম। উপস্থিত ছিলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ম তামিম, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইজাজ হোসেন, স্রেডার চেয়ারম্যান হেলাল উদ্দিন, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলাউদ্দিন, পাও্য়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, পেট্রোবাংলার সাবেক পরিচালক মকবুল ই ইলাহী, স্রেডার সদস্য সিদ্দিক জোবায়ের, সাংবাদিক বদিউল আলম।
বক্তারা এনার্জি বাংলায় দায়িত্বশীল খবর প্রকাশ করার আহ্বান করেন।