‘নিউক্লিয়ার বাস ট্যুর’ জানালো বিভিন্ন তথ্য

নিজস্ব প্রতিবেদক:
‘নিউক্লিয়ার বাস ট্যুর’ পরমাণু প্রযুক্তি ও নিরাপত্তা এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে উৎসাহিত করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন (রোসাটম) যৌথভাবে এর আয়োজন করে।
২৭শে ডিসেম্বর ঢাকায় এসে পাঁচ দিনের এই ভ্রমণ শেষ হয়েছে। ২৩শে ডিসেম্বর ঢাকায় নিউক্লিয়ার বাস ট্যুও এর উদ্বোধন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এর উদ্বোধন করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. শৌকত আকবরসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।
বিশেষভাবে সজ্জিত একটি যাত্রীবাহী মিনিবাস ‘নিউক্লিয়ার বাস’ পরিচয় নিয়ে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের ১৫টির বেশি জেলা পরিভ্রমণ করে। নিউক্লিয়ার বাসে ভ্রমণকারী ঢাকার পরমাণু শক্তি তথ্যকেন্দ্র এবং ঈশ্বরদীর পারমাণবিক তথ্যকেন্দ্রের তরুণ প্রকৌশলীরা বিভিন্ন জেলায় সাধারণ জনগণের জন্য ৩০টির বেশি প্রদশর্নীর আয়োজন করে। এতে অংশ নেয় বিভিন্ন বয়সী ৪ হাজার ৮০০ এর বেশি মানুষ।
অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করে তরুণ পেশাদাররা পরমাণু প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন এবং আর্থ-সামাজিক উন্নয়নে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভূমিকা নিয়ে আলোচনা করে তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
অংশগ্রহণকারীদের জন্য ছিল বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং গেমস। বিজয়ীদেও দেয়া হয়েছে পুরস্কার। আগ্রহীদেও দেয়া হয়েছে তথ্যমূলক লিফলেট ও বিভিন্ন বই।
রোসাটম সাউথ এশিয়া মার্কেটিং (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী আন্দ্রেই শেভলিয়াকভ বলেন, পরমাণু শক্তি বিষয়ে রাশিয়া-বাংলাদেশ যৌথ কমিউনিকেশন কর্মসূচির আওতায় আমরা পরীক্ষামূলকভাবে এই বাস ভ্রমণের আয়োজন করা হয়েছে। উদ্যোগটির অভাবনীয় সাফল্য দেখে আমরা সত্যিই অনুপ্রাণিত। সামনের বছরগুলোতেও এমন আয়োজনের বিষয়টি বিবেচনা করছি।