নিকারাগুয়ার উত্তরাঞ্চলে খনিধসে ২৫ শ্রমিক আটকা
নিকারাগুয়ার উত্তরাঞ্চলে একটি সোনার খনিতে আটকা পড়েছেন অন্তত ২৫ জন শ্রমিক। বৃহস্পতিবার খনিটির অভ্যন্তরে ধস নামলে শ্রমিকরা আটকা পড়েন। দেশটির সরকারি সংবাদমাধ্যমসহ অন্যান্য গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। রাতভর খনিটিতে উদ্ধার অভিযান চলে বলে জানা গেছে।
ইএল ১৯ ডিজিটাল ওয়েবসাইট জানিয়েছে, নিকারাগুয়ার রাজধানী মানাগুয়া থেকে ২৬০ মাইল উত্তরপূর্বাঞ্চলে বোনানজা খনি প্রকল্পে এই দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার ক্ষমতাসীন সান্দিনিস্তা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের একজন কর্মকর্তা মার্তা লাগোসকে উদ্ধৃত করে ওয়েবসাইটটি আরো জানায়, ‘উদ্ধার অভিযান সহজ হবে না’।
দেশটির দূর্যোগ প্রতিরোধ সংস্থার কর্মকর্তা অ্যান্টোনিও লোপেজ বলেন, ২০ থেকে ২৫ জন শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছেন। তিনি বিস্তারিত আর কিছু বলেননি। বোনানজা খনি প্রকল্পটি পরিচালনা করে নিকারাগুয়ার হেমকো ফার্ম। এটির স্বত্ত্বাধিকারী কলম্বিয়ান কোম্পানি মাইনারস এস.এ.। ১৯৯৫ সাল থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়। দুর্ঘটনার ব্যাপারে হেমকো বা মাইনারস, কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকেই কোন মন্তব্য পাওয়া যায়নি।