নিন্মমানের জ্বালানির কারণে পরিবেশ দূষণ হচ্ছে

নিন্মমানের জ্বালানির কারণে পরিবেশ দূষণ হচ্ছে। বাংলাদেশের গাড়িতে বিশ্বের সবচেয়ে নিল্ফ^মানের জ্বালানি ব্যবহার হয়। এতে পরিবেশের দহৃষণ হয়। আবার গাড়ি চলেও কম দিন।

রোববার বাংলাদেশ রিকণ্ডিশণ্ড ভেহিক্যালস এস্পোটার্স এণ্ড ডিলারস এসোসিয়েশন (বারভিডা) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা একথা বলেন। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুল্পব্দরার সেমিনার হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্র কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জহুরুল হক। সভাপতিত্ব করেন বারভিডার প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ শরীফ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিআরটিএ এর পরিচালক নুরুল ইসলাম, এনবিআর এর প্রতিনিধি হাবিব উল্লাহ ডন, জাইকার পরামর্শক আব্দুল হক, বাস ট্রাক ওয়াকার্স ফোরামের সভাপতি ফারুক তালুকদার সোহেল বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জ্বালানির মান নিয়ন্ত্রন করা না গেলে পরিবেশের আরও ক্ষতি হবে। হাইব্রিড প্রযুক্তির রিকণ্ডিশণ্ড মটর গাড়ি আমদানির অনুমোতি দিলে প্রায় ৬০ ভাগ যান চলাচলের জ্বালানি সাশ্রয় হবে।
সাশ্রয়ী জ্বালানি ব্যবহারে নানা উদ্যোগ নেয়া হচ্ছে বলে তাজুল ইসলাম তার বক্তৃতায় বলেন।