নিন্মমানের সৌর প্যানেল আমদানি বন্ধে আইনের দাবি
নিন্মমানের সৌর প্যানেল আমদানি বন্ধে আইন করার পাশাপাশি মান-নিয়ন্ত্রণকারি সংস্থা প্রতিষ্ঠার দাবি জানিয়েছে সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এসএমএমএবি)।
বৃহস্পতিবার জাতীয় প্রেসকাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি তানজিল চৌধুরী। এসময় সংগঠনের সাধারণ স¤ক্সাদক গোলাম বাকী মাসুদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আনসার উদ্দীন, জিটিএস সোলারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম মৃধা, রহিম আফরোজ রিনিউয়েবল এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনাওয়ার মিসবাহ মঈন, প্যারাসল এনার্জির চেয়ারম্যান মসিউর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
তানজিল চৌধুরী বলেন, কোন ধরনের মান পরীক্ষা ছাড়াই দেশে সৌর প্যানেল আমদানি হচ্ছে। ফলে দেখা যাচ্ছে মাত্র তিন থেকে চার বছর যেতে না যেতেই অধিকাংশ প্যানেলে সমস্যা দেখা দিচ্ছে। অথচ সৌর প্যানেলে স্বাভাবিক মেয়াদ ন্যূনতম ২০ বছর। এরফলে একদিকে যেমন ক্রেতারা প্রতারিত হচ্ছেন অন্যদিকে সৌর প্যানেলের বিষয়ে বিভ্রান্তিও তৈরি হচ্ছে। তিনি বলেন, সরকারের সৌর বিদ্যুতের পরিকল্পনাকে সফল করতে এবং এর সুফলকে দীর্ঘস্থায়ী করতে সকল সরকারি প্রকল্পে দেশীয় সৌর প্যানেলের ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। এ সময় নিন্মমানের সৌর প্যানেলের আমদানি বন্ধ করতে আইন তৈরির পাশাপাশি বিএসটিআই -এর মত শক্তিশালী মান-নিয়ন্ত্রণকারি সংস্থাগঠন করার দাবি করা হয়।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, এ শিল্পের জন্য কোন নীতিমালা নেই। সৌরবিদ্যুৎ খাতের জন্য কার্যকর একটি নীতিমালা করতে হবে। এছাড়া দেশীয় সৌর প্যানেল শিল্প মুখ থুবড়ে পড়বে। বাংলাদেশে তৈরি করা সৌর প্যানেল দুবাই, ইউরোপ, মালয়েশিয়া, ভিয়েতনামসহ অনেক দেশে রপ্তানি হচ্ছে। এ অবস্থায় নিজের দেশে নিন্মমানের প্যানেলে ভরে যাচ্ছে।
সাংবাদিক সম্মেলনে গ্রীনফিনিটি এনার্জি লিমিটেড, প্যারাসল এনার্জি লিমিটেড, ইলেট্রো সোলার পাওয়ার লিমিটেড, রহিম আফরোজ রিনিউবল এনার্জি লিমিটেড, রেডিয়েন্ট এলায়েন্স লিমিটেড, আভা রিনিউবল এনার্জি লিমিটেড, জিটিএস সোলার, বেনেকো সোলার এনার্জি লিমিটেড এবং সৌরবাংলা লিমিটেড নামের নয়টি সৌর প্যানেল উৎপাদনকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।