শেভরণ আরও ১৩ কোটি ঘনফুট গ্যাস যোগ করল
জালালাবাদ গ্যাস ক্ষেত্র থেকে নতুন করে ১৩ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করল শেভরন বাংলাদেশ। তিনটি কূপ থেকে এই গ্যাস তোলা হচ্ছে।
রোববার তিন গ্যাস কূপের আনুষ্টানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এসময় পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ ও শেভরন বাংলাদেশ-এর প্রেসিডেন্ট কেভিন লিয়নসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা হবে। উন্নয়ন ও অগ্রগতি ক্রমবর্ধমান হওয়ায় জ্বালানির চাহিদা দিন দিন বাড়ছে। এ চাহিদা মিটাতে গ্যাসের পাশাপাশি কয়লা, এলএনজি ও এলপিজির ব্যবহার বাড়ানো হবে।
তিনি গ্যাস ক্ষেত্রগুলোতে গ্যাস উত্তোলনসহ নিরাপত্তা ব্যবস্থাপনার আধুনিকায়নের উপর গুরুত্তারোপ করেন। এ সময় প্রতিমন্ত্রী শেভরনের সামাজিক কার্যক্রমের (সিএসআর) প্রশংসা করেন।
রোববার জালালাবাদ গ্যাস ক্ষেত্রের জেবি-৬, জেবি-৭ এবং জেবি-৯ কূপগুলো উদ্বোধন করা হয়। ২০১৬ সালের প্রথম দিকেই জেবি-৮ কূপটি উদ্বোধন করা হবে।