নিরাপত্তার অজুহাতে বিদ্যুৎ কেন্দ্র ছাড়ল ৪১ বিদেশী

নিরাপত্তার অজুহাতে দেশ ছাড়লেন বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ৪১ বিদেশি নাগরিক। স্পেনের আইসোলেক্স কোম্পানির অধীনে এই বিদেশীরা কাজ করছিল।
এজন্য বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ আপাতত বন্ধ আছে।
এ ঘটনাকে দুঃখজনক বলে দাবি করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি এনার্জি বাংলাকে বলেন, তিনটি বিদ্যুৎ কেন্দ্রের ৪৩জন বিদেশী নাগরিক বাংলাদেশ ছেড়েছেন। এটা দুঃখজনক। তাদের সকল নিরাপত্তা নিশ্চিত করার পরও চলে গেছেন। দেশে এমন কোন অবস্থা বিরাজ করছে না যে ছেড়ে চলে যেতে হবে। তাছাড়া বিদ্যুৎ কেন্দ্র এলাকা অধিক নিরাপত্তা বেষ্টিত।
প্রতিমন্ত্রী বলেন, অন্য সকল বিদেশী নাগরিক যথাযথভাবে কাজ করছে। কোন সমস্যা হচ্ছে না।
ইতালি এবং জাপানের দুই নাগরিক নিহত হওয়ার পর পরিস্থিতিকে অস্বাভাবিক বলছে স্পেনের দূতাবাস। এজন্য নিরাপত্তার অজুহাতে তিনটি বিদ্যুত কেন্দ্র থেকে সাময়িকভাবে কর্মি প্রত্যাহার করেছে স্পেনের কোম্পানি আইসোলেক্স।
প্রত্যাহার করা ৪১ কর্মির বেশিরভাগই স্পেনের নাগরিক। তাদের সঙ্গে বুলগেরিয়া এবং আর্জেন্টিার কয়েকজন নাগরিক আছেন।
সূত্র জানায়, ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানির (ইজিসিবি) সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র থেকে ৩৮ জন, বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিবিয়ানা-৪৫০ মেগাওয়াটের ১ নম্বর ইউনিট থেকে দু’জন এবং নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানির খুলনা-১৫০ মেগাওয়াট থেকে একজন চলে গেছেন।
ইজিসিবি’র কেন্দ্র স্থাপনের কাজ বন্ধ আছে। বিবিয়ানায় মাটি ভরাট চলছে। আর ওয়েষ্ট পাওয়ার এর বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।