নীলফামারী ও বগুড়ায় নতুন সঞ্চালন লাইন করছে পিজিসিবি
নীলফামারী ও বগুড়ায় নতুন ৪০ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করছে পিজিসিবি। আগামী ২০ মাসের মধ্যে এই কাজ শেষ করা হবে।
মঙ্গলবার পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি)। প্রধান কার্যালয়ে এ কাজের জন্য মালয়েশিয়ার এইচজি পাওয়ার ট্রান্সমিশন এর সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে পিজিসিবি।
অনুষ্ঠানে পিজিসিবির পক্ষে কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন এবং এইচজি পাওয়ার এর পক্ষে ভাইস প্রেসিডেন্ট রিষাভ খৈতান চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ি, নীলফামারীর সৈয়দপুর থেকে জলঢাকা পর্যন্ত ৩৮ কি.মি. ১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন ডাবল সার্কিট সঞ্চালন লাইন এবং বগুড়ায় পলাশবাড়ি থেকে মহাস্থানগড় পর্যন্ত দুই কি.মি. ফোর সার্কিট সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। এ কাজে ব্যয় ধরা হয়েছে ৩২ কোটি ৬৩ লাখ টাকা। জাইকা, বাংলাদেশ সরকার এবং পিজিসিবি যৌথভাবে অর্থায়ন করবে।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন সঞ্চালন লাইনটি চালু হলে এর আশেপাশের এলাকায় বিদ্যুতের সরবরাহ বাড়ানো যাবে।
জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রীডের সক্ষমতা বাড়াতে পিজিসিবির নেয়া ‘‘ন্যাশনাল পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ডেভলপমেন্ট (এনপিটিএনডি)’’ প্রকল্প এর আওতায় এই নতুন লাইন নির্মাণ কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে পিজিসিবি ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, নির্বাহী পরিচালক (ওএন্ডএম) মো. এমদাদুল ইসলাম, নির্বাহী পরিচালক (এইচআর) মো. শফিকউল্লাহ, নির্বাহী পরিচালক (অর্থ) পরেশ চন্দ্র রায়, প্রধান প্রকৌশলী (প্রকল্প) ফরিদ উদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক মাহবুব আহমেদ এবং এইচজি পাওয়ার এর ওভারসিস ডিরেক্টর হেমন্ত কুমার খৈতানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।