নেপালের বিদ্যুৎ এলো বাংলাদেশে

বিদ্যুৎ সঞ্চালন লাইন - এনার্জি বাংলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪)

অবশেষে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করল বাংলাদেশ। আপাতত এক দিনের জন্য এই বিদ্যুৎ আনা হয়েছে।

ভারতের পর দ্বিতীয় কোনো দেশ থেকে বিদ্যুৎ আমদানি করল বাংলাদেশ।

চুক্তি অনুযায়ী পরবর্তীকালে জুন মাসে আবার নিয়মিত বিদ্যুৎ আমদানি করা হবে বলে জানান বিদ্যুৎ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা।

ভারতের সঞ্চালন লাইনের মাধ্যমে এই বিদ্যুৎ আমদানি করা হয়েছে।

ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারতের সঞ্চালন লাইনের মাধ্যমে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ নিয়েছে বাংলাদেশে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ তিন দেশের কর্মকর্তারা কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করেন।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ চীনের সংবাদমাধ্যম সিনহুয়াকে বলেন, চুক্তি অনুযায়ী এ বছর অর্থাৎ ২০২৪ সালে শুধু একদিনই বিদ্যুৎ বিক্রি করতে পারবে নেপাল। বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি আবার শুরু হবে ২০২৫ সালের ১৫ই জুন।

চুক্তি অনুযায়ী, পাঁচ বছরের মধ্যে প্রতি বছর ১৫ই জুন থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত নেপাল বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করতে পারবে।

চন্দন কুমার ঘোষ জানান, বাংলাদেশের গ্রিডের সঙ্গে যুক্ত ভারতের গ্রিডে সঞ্চালন সক্ষমতা সীমাবদ্ধ থাকায় নেপাল মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারছে। আরও সঞ্চালন লাইন তৈরি হলে সামনের বছরগুলোত বেশি বিদ্যুৎ সরবরাহের সুযোগ আছে।

বর্ষা মৌসুমে অতিরিক্ত জল বিদ্যুৎ উৎপাদন করে নেপাল।

২০২১ সালের নভেম্বর থেকে ভারতে বিদ্যুৎ সরবরাহ করে আসছে নেপাল। এবার বাংলাদেশে শুরু করল।

দীর্ঘ প্রায় ১৫ বছর আলোচনার পর নেপালের বিদ্যুৎ বাংলাদেশে এলো।