নেপালে মোদী: জলবিদ্যুৎসহ কয়েকটি চুক্তির সম্ভাবনা

দু দিনের নেপাল সফরে কাঠমাণ্ডু পৌছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার প্রথা ভেঙে বিমানবন্দরে মোদীকে স্বাগত জানাতে হাজির ছিলেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা।
এ সময় সেখানে উপ-প্রধানমন্ত্রী রাম দেব গৌতম ও প্রকাশ মান সিং ছাড়াও মন্ত্রী-আমলা ও সেনাবহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্রিভূবন বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। নেপাল সেনা বাহিনীর তরফে ১৯ বার গান স্যালুট দিয়ে স্বাগত জানান হয় মোদীকে।
দু দেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে গার্ড অফ অনার দেয়া হয় তাঁকে। সতের বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী নেপাল সফরে গেলেন।
দুদিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন নেপালের গণপরিষদে। মোদীর এই সফরে যোগাযোগ ব্যবস্থা, জলবিদ্যুৎ সহ বেশ কয়েকটি ক্ষেত্রে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর পাশাপাশি পর্যটন, শিক্ষা, কৃষির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে মোদীর এই সফরে।
গত ২৬ মে শপথ নেওয়ার পর মোদী প্রধানমন্ত্রী হিসাবে তার প্রথম সফরে যান ভুটানে।