নৌবাহিনীকে বিদ্যুৎকেন্দ্র করতে জমি দেবে না

বাংলাদেশ নৌবাহিনীর অধীন সংস্থা নৌ কল্যান ফাউন্ডেশন ট্রেডিং কোম্পানি লিমিটেডকে (এনকেএফটিসিএল) কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে পিডিবি মহেশখালীতে জমি দিতে পারবে না।তবে তারা যদি নিজেরা জমির ব্যবস্থা করতে পারে তাহলে সব ধরণের সহযোগিতা করবে পিডিবি।

গতকাল বিদ্যুৎ ভবনে এ বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পিডিবির চেয়ারম্যান আবদুহু রুহুল্লাহ, পাওয়ার সেল এর মহাপরিচালক মোহম্মদ হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর অধীন সংস্থা নৌ কল্যান ফাউন্ডেশন ট্রেডিং কোম্পানি লিমিটেড (এনকেএফটিসিএল), ইন্টারপোর্ট বিডি লিমিটেড (আইপিবিডি) এবং লন স্টার এনার্জি লিমিটেড (এলসিইএল) যৌথভাবে মহেশখালীর দক্ষিণ পশ্চিমাংশে এক হাজার ৭৫০ একর জমিতে এ কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেয়।বিদ্যুৎ কেন্দ্র করতে যে কয়লার প্রয়োজন তা সরবরাহের জন্য সমুদ্র উপকূলে একটি বন্দরও তৈরি প্রস্তাব করে তারা।