পরমাণু বিষয়ে আনোয়ার হোসেনের লেখা বই
বাংলাদেশে পরমাণুর ব্যবহার বিষয়ে বই লিখেছেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব প্রকৌশলি আনোয়ার হোসেন। ‘নিউক্লিয়ার ক্লাবে বাংলাদেশ, উন্নয়ন অভিযাত্রায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ বইয়ে বাংলাদেশে পরমাণু বিদ্যুৎকেন্দ্রর আর্থ সামাজিক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার বাংলা একাডেমির মোড়ক উন্মোচন মঞ্চে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বইয়ের লেখক এবং বিজ্ঞান ও প্রযুক্তি সচিব প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হক এবং বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী লিমিটেডের পরামর্শক রবীন্দ্রনাথ রায় চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বই প্রকাশ করেছে অন্য প্রকাশ । মেলার ২০ নং প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।