পরমানু ব্যবহারে ভারতের সহায়তা নেয়া হবে: চুক্তির খসড়া অনুমোদন
বাংলাদেশে পরমানু ব্যবহারে ভারতের সহায়তা নেয়া হবে। এজন্য বাংলাদেশ ভারত উভয় দেশের মধ্যে চুক্তি হচ্ছে।
বাংলাদেশ ভারতের মধ্যে পরমানু ব্যবহারে সহায়তা চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ভারতের কারিগরি সহায়তা নেয়া হবে। পাশ্ববর্তীদেশ ভারতের এবিষয়ে আগের থেকেই অভিজ্ঞতা থাকায় তাদের সহায়তা নেয়া হচ্ছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ভারতের এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। মূলত জ্ঞান বিনিময় ও কারিগরি সহায়তা নেয়ার জন্যই এই চুক্তি করা হচ্ছে। পরমাণু বিদ্যুৎ শান্তিপূর্ণভাবে ব্যবহারের লক্ষে ভারতের জ্ঞান ও কারিগরি সহায়তা নেয়া হবে।