পরিবেশ দূষণ কমাতে বিদ্যুৎকেন্দ্রে নতুন প্রযুক্তি
পরিবেশের দহৃষণ কমাতে বিদ্যুৎ উৎপাদনে বিশেষ প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে। গ্যাস কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্রে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। কার্বন নির্ণগমন কমাতে ইউএনডিপির মাধ্যমে গ্লোবাল ইনভয়েরমেন্ট ফ্যাসিলিটি’র (জিইএফ) ৪০ লাখ ডলার সহায়তা চাওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে ‘টেকসই নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুতের উন্নয়ন’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এতথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের নীতি করা হচ্ছে। জনগণের মতামত নিয়েই এ নীতি চূড়ান্ত করা হবে। যথাসময়ে নীতি করতে না পারায় গ্রামাঞ্চলের মানুষ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারে পিছিয়ে আছে। শহরেও এর ব্যবহার কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে কাজ করতে হবে। প্রতিমšúী বলেন, সৌর বিদ্যুতের প্রসার হচ্ছে। এতে বিপুল পরিমাণ ব্যাটারি ব্যবহার হচ্ছে। কিন্তু এই ব্যাটারির রি-সাইক্লিন হচ্ছে না। এটা খুবই জরুরি। ব্যাটারি রি-সাইক্লিনিং ও উৎপাদন ব্যয়কে নবায়নযোগ্য জ্বালানির অন্যতম চ্যালেঞ্জ। এছাড়া এই বিদ্যুতের দামও অনেক বেশি পড়ছে। এ কারণে অনেকে আগ্রহী হচ্ছে না। উৎপাদন খরচ কমানোর জন্য গবেষণা প্রয়োজন। জ্বালানি সাশ্রয়ের গবেষণার জন্য এনার্জি রির্সোস কাউন্সিল গঠন করা হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, অতিরিক্ত সচিব তাপস কুমার রায়, স্রেডার সদস্য সিদ্দিক জোবায়ের, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পওলিন টামেসিস উপস্থিত ছিলেন।