দুটি করে গাছের চারা রোপনের আহ্বান
‘জাতীয় বৃক্ষরোপণ আন্দোলন-২০১৪’ সফল করার লক্ষ্যে ঢাকা নৌ আঞ্চলিক স্কাউটসের উদ্যোগে মঙ্গলবার ‘নৌ ইউনিট খিলক্ষেতে বৃক্ষরোপণ আন্দোলন কর্মসূচি’র উদ্বোধন করেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) ও কমিশনার নৌ স্কাউট রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, এনডিসি, পিএসসি।
পরে বৃক্ষরোপণ আন্দোলনের সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা নৌ অঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নৌ স্কাউটস, নৌ রোভার এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ আন্দোলন কর্মসূচির উদ্বোধন শেষে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখার লক্ষ্যে সব নৌ স্কাউটকে কমপক্ষে দুটি করে গাছের চারা রোপনের আহ্বান জানান।
প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের ‘জাতীয় বৃক্ষরোপণ আন্দোলন-২০১৪’ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের জন্য ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কাপ্তাই, মংলা ও কক্সবাজার জেলার নৌ স্কাউটসের উদ্যোগে দেশব্যাপী ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।