পরিবেশ ও জলবায়ুতে ১ হাজার ২২১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক:
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ২শ’ ২১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ১ হাজার ২শ’ ৪৬ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ১ হাজার ৩৬ কোটি টাকা।
অর্থমন্ত্রী বলেন, বায়ুদূষণের মাত্রা জানার জন্য ঢাকাসহ দেশের অন্যান্য বিভাগীয় ও শিল্পঘন শহরগুলোতে ১৬টি সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্রের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বায়ুমান পরিবীক্ষণের প্রাপ্ত তথ্য ও উপাত্ত সংরক্ষণ এবং বৈজ্ঞানিক উপায়ে বিশ্লেষণ করে দৈনিক ভিত্তিতে বায়ুমান সূচক ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে। শব্দদূষণ কমানোর জন্য বাংলাদেশ সচিবালয় সংলগ্ন এলাকাকে হর্ণমুক্ত ঘোষণা করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, বায়ুদূষণ কমানো ও মাটির ব্যবহার নিয়ন্ত্রণ করতে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯)’র আলোকে ছিদ্রযুক্ত ইট ও মাটির বিকল্প উপাদানে তৈরি বিভিন্ন ব্লক উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হচ্ছে।
তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে সরকারি নির্মাণ, মেরামত ও সংস্কার কাজে ইটের পরিবর্তে শতভাগ পরিবেশ বান্ধব ব্লকের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।