পরিবেশ দূষণের দায়ে ৯টি কারখানাকে জরিমানা

পরিবেশ দূষণের দায়ে ৯টি কারখানাকে মোট ৮৫ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং। ঢাকা, নারায়নগঞ্জ, রাজবাড়ী এবং চট্টগ্রামে অবস্থিত মোট ৯টি কারখানাকে পরিবেশের জন্য মারাত্মক দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি নির্গমনের মাধ্যমে পরিবেশের ক্ষতিকরায় পরিবেশ অধিদপ্তর তাদের জরিমানা করে।

আজ বৃহস্পতিবার অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনিত অভিযোগ শুনানি করেন।

মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের সহকারী পরিচালক মোঃ মোজাহিদুর রহমান জানান, কারখানাগুলোকে ক্ষতিপূরণ আরোপের পাশাপাশি অতিসত্বর ইটিপি নির্মাণ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে বাইপাস লাইন সম্পূর্ণরুপে অপসারণ পূর্বক তরলবর্জ্যের মানমাত্রা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ অনুযায়ী নির্ধারিত মানমাত্রার মধ্যে রেখে সঠিকভাবে ইটিপি পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এনফোর্সমেন্ট উইং উল্লিখিত জেলার বিভিন্ন্ স্থানে, ওয়াশিং, ডাইং, কাগজ মিল-কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ব্যতীত, ত্রুটিপূর্ণ ইটিপি এবং ইটিপি থাকা সত্ত্বেও বাইপাস ড্রেনের মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি পরিবেশে নির্গমন করার কার্যক্রম আমলে নেয়। এসব প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নোটিশের মাধ্যমে ডাকা হয় পরিবেশ অধিদপ্তরে। অভিযোগ শুনানি করে এনফোর্সমেন্ট উইং।

যেসব প্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে- চট্টগ্রামের গোল্ডেন হরাইজন লিঃ ৫ লক্ষ ৯৩ হাজার টাকা। এশিয়া প্যাসিফিক পেপার মিলস্ ১২ লক্ষ ৪৮ হাজার টাকা। ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং ৪৩ লক্ষ ৯২ হাজার টাকা। এস আলম সুপার এডিবল অয়েল মিল ২ লক্ষ ৮২ হাজার টাকা টাকা। ঢাকার লিন্ডে বাংলাদেশকে ৩ হাজার ৮৪০ টাকা টাকা। রাজবাড়ীর রোকেয়া রহমান কবীর মহিলা উন্নয়ন কেন্দ্র (ডাইং সেকশন) ২ হাজার ১৪৪ টাকা টাকা। নারায়ণগঞ্জের বাংলাদেশ ডাইং ৩ লক্ষ ১২ হাজার টাকা এবং সাভারের সেন্ট্রাল ইফুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি) ১৪ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।