পরিবেশ দূষণে শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, পরিবেশ দূষণে শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কোমল মতি শিশুরা আমাদের জাতির ভবিষ্যত্ কর্ণধার। শিশু যদি সুস্থ্য পরিবেশে বেড়ে না উঠে তাহলে জাতি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তিনি গতকাল শনিবার রাজধানীর শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে বিশ্ব পরিবেশ দিবস ২০১৪ উত্যাপন উপলক্ষ্যে ইয়াং উইমেন ক্রিস্টিয়ান এসোসিয়েশন আয়োজিত ‘পরিবেশ ন্যায্যতা সম্পন্ন একটি পৃথিবী আমাদের স্বপ্ন’ এই শ্লোগান নিয়ে অনুষ্ঠিত এক র্যালিশেষে এ কথা বলেন। র্যালীটি জাতীয় যাদুঘর প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহীদ মিনার গিয়ে শেষ হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চলচিত্র ব্যক্তিত্ব ফেরদৌস এবং রিয়াজ।
র্যালির শুরুতে ফসলের জমিতে কীটনাশক ব্যাবহার না করা, পরিবেশ বান্ধব চটের সামগ্রী ব্যাবহার করা, ইট ভাটায় পরিবেশ বান্ধব চিমনি ব্যবহার এবং কল কারখানার বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখা সহ ১৫ দফা দাবি করা হয়।