পলিথিন নিষিদ্ধের আইন কার্যকরের দাবি
পলিথিন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন, পরিবেশ বাঁচাও আন্দোলন-পবাসহ কয়েকটি সংগঠন।
শুক্রবার বেলা এগারোটায় রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা অফিসের সামনে এই মানবন্ধন করা হয়।
এসময় বক্তারা বলেন, পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ হওয়ার পরও অসাধু ব্যবসায়ীরা এর উৎপাদন অব্যাহত রেখেছে। অল্প বৃষ্টিতে রাজধানীজুড়ে সৃষ্ট জলাবদ্ধতাও এর অন্যতম কারণ। এছাড়াও এর অধিক ব্যবহারের ফলে মানব দেহে ক্যানসার হওয়াও ঝুঁকি রয়েছে বলেও জানান বক্তারা।
অবিলম্বে পাটের ব্যাগের প্রচলন করে পলিথিনের বিরুদ্ধে অভিযান শুরুর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তারা।