পল্লিবিদ্যুতের তারে আহত : ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ
ঝড়ে ছিঁড়ে পড়া তারে গুরুতর আহত যুবক সিয়াম খানকে ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ করতে পল্লি বিদ্যুৎসমিতিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১ মাসের মধ্যে এই টাকা দিতে বলা হয়েছে।
বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লার ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেয়।
শরীয়তপুরের নড়িয়া থানার বিজারি গ্রামের পল্লি বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে পড়ে। কিন্তু ওই তার মেরামত করার জন্য আবেদন জানালেও তা করা হয় নি। পরে কোনো পরীক্ষা না করেই সংযোগ দেওয়া হয়। ওই ছিঁড়ে পড়া তার থেকে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন সিয়াম খান। পরে তার দুই হাত কেটে ফেলতে হয়। এই নিয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী সিফাত মাহমুদ। ওই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দেয়।