পাঁচটি নতুন গ্যাসকূপ খনন করবে গ্যাজপ্রম
পাঁচটি নতুন গ্যাসকূপ খননের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কূপগুলো হচ্ছে: শ্রীকাইল-৪, বাখরাবাদ-১০ এবং রশিদপুর-৯, ১০ ও ১২।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের মাধ্যমে এসব কূপ খননে নয় কোটি ৬২ লাখ মার্কিন ডলার ব্যয় হবে। বাংলাদেশি মুদ্রায় যা ৭৫০ কোটি টাকারও বেশি। কূপ খননে অবকাঠামো নির্মাণ করতে ব্যয় হবে ২২ কোটি টাকা।
সচিবালয়ে বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে রাশিয়ার সংস্থাটির সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রস্তাবসহ মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।
মোস্তাফিজুর রহমান বলেন, রূপসা নদীর ওপর এক হাজার ২৩৮ কোটি টাকা ব্যয়ে রেলপথ নির্মাণের একটি প্রস্তাব অনুমোদিত হয়। কাজ পেয়েছে ভারতীয় প্রতিষ্ঠান লার্সেন টিউব্রা। বিবিয়ানা দক্ষিণ ৪০০ মেগাওয়াট গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে পরামর্শক নিয়োগ পেয়েছে যৌথভাবে ওএসএম সলিউশন ও পাওয়ার এনার্জি। এতে ১১ কোটি ৮০ লাখ টাকা ব্যয় হবে।
রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসনে নকশা, দরপত্র সেবা ও নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে ভারতীয় প্রতিষ্ঠান বালাজি রেলরোড সিস্টেমকে। ভারতীয় ঋণের আওতায় এতে ব্যয় হবে ২৩ কোটি ৬৮ লাখ টাকা।