পাঁচ সিএনজি স্টেশন-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সরকারি সিদ্ধান্ত অমান্য করে গ্যাস বিক্রি করায় পাঁচটি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
তিতাস জানায়, সারাদেশে সকল সিএনজি স্টেশন প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখা কথা। কিন্তু সরকারি এই সিদ্ধান্ত অমান্য করে গ্যাস বিক্রি করার দায়ে গত ১০ ফেব্র“য়ারি টাঙ্গাইলের বাসাইল এলাকার হাই প্রেসার সিএনজি, ভাটকুড়া এলাকার হাই প্রেসার সিএনজি ও এলেঙ্গা এলাকার উৎসব সিএনজির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাসের পরিদর্শন টিম। একইভাবে গত ১১ ফেব্র“য়ারি গাজীপুরের বোর্ড বাজার এলাকার জেরোমা সিএনজি কালিয়াকৈরের চক্রবর্তী এলাকার এফ এফ এন্টারপ্রাইজ সিএনজি-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।