পাইকারি বিদ্যুতের দাম বাড়াল
নিজস্ব প্রতিবেদক:
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল। দাম বাড়ানো হয়েছে ১৯ দশমিক ৯২ শতাংশ। ইউনিটপ্রতি বিদ্যুতের দাম ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২২ পয়সা করা হয়েছে।
পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) রিভিউ আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই সিদ্ধান্ত নেয়।
নতুন দাম ১লা ডিসেম্বর থেকে কার্যকর হবে। বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল অনলাইনে নতুন দাম ঘোষণা করেন। এ সময় জানানো হয়, পাইকারি পর্যায়ে দাম বাড়ানো হলেও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম অপরিবর্তিত থাকবে।
এর আগে সব তথ্য বিশ্লেষণ করে দাম বাড়ানো সঙ্গত হবেনা বলে জানিয়েছিল বিইআরসি। ১৩ই অক্টোবর দাম অপরিবর্তিত রেখে আদেশ দেয়া হয়। দেড় মাসের ব্যবধানে পিডিবির আগের আবেদন পর্যালোচনা করে দাম বাড়ানো হল। এক প্রশ্নের উত্তরে চেয়ারম্যান বলেন, আইএমএফের শর্তে নয় নিজেদের পর্যালোচনায় দাম বাড়ানো হয়েছে।