পাইপলাইন আর গ‌্যাস সংযোগ দেয়া হবে না: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রান্নার কাজে পাইপলাইনে আর গ্যাস সংযোগ দেয়া হবে না। জনগণ‌কে বোঝা‌তে হ‌বে। ভাত-ডাল রান্নার কা‌জে গ্যাসের ব্যবহার পু‌রোপু‌রি অপচয়। আ‌ন্দোলন বা চিৎকার ক‌রে কোনো লাভ হ‌বে না।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে পেট্রো সেন্টারে জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক মোঃ হারুন-অর-রশিদ খান।
অর্থমন্ত্রী বলেন, আমরা ভেবেছিলাম, আমাদের দেশে প্রচুর গ্যাস রয়েছে। তাই আবাসিকে গ্যাস সরবরাহ করেছিলাম।
কিন্তু এখন আমরা যা দেখছি, আমাদের কাছে গ্যাস যা আছে, তা একেবারেই যৎসামান্য। এটা এত মূল্যবান যে, এটা দিয়ে ভাত, চাল রান্না করা একেবারেই অপচয়। এটা আমাদের নিজেদের বোঝা উচিৎ, অন্যদের বোঝানো উচিৎ যে, রান্না- বান্নায় গ্যাসের ব্যবহার চলবে না। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক মোঃ হারুন-অর-রশিদ খান।
অর্থমন্ত্রী বলেন, সকল উন্নয়নের মূলেই রয়েছে জ্বালানি। জ্বালানির সুষ্ঠু ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গ্যাসের মতো গুরুত্বপূর্ণ জ্বালানি রান্নাবান্নায় ব্যবহার না করে উৎপাদন খাতে ব্যবহার করা উচিত। এলএনজি আমদানি, খনিজ সম্পদ আহোরন, জ্বালানি বহুমুখীকরণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ইত্যাদি বিষয়ে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা  ডঃ তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেন, চিন্তাশীল নতুন প্রজম্ম প্রয়োজন। মন ও চিন্তাশীলতাকে সজীব রাখতে পারতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিবেশবান্ধব আধুনিক বাংলাদেশ গড়তে শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করছে। ২০৪১ সালে আমদের কোথায় কী ধরনের জ্বালানি লাগবে তা আমরা উৎসসহ নিরুপন করেছি। সে অনুযায়ি পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। দক্ষ জনশক্তি ও চাহিদামতো অর্থ চ্যালেঞ্জ হলেও বড় কোন বাধা না। তিনি বলেন, সরকারের মুখাপেক্ষী না হয়ে নিজেরাই অর্থ যোগান দেয়ার চেষ্টা করছি। আগামীদিনের জ্বালানির জন্য এলএনজি, এলপিজি ও কয়লাকে ঘীরে ব্যাপক পরিকল্পনা নেয়া হয়েছে। দুই/এক বছরের ভিতরেই দৃশ্যমান পরিবর্তন পরিলক্ষিত হবে।
জ্বালানি সচিব নাজিমউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে বিপিসির চেয়ারম্যান মাহবুব রেজা খান, পেট্টোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ বক্তব্য রাখেন।