নওয়াজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বকেয়া বিল পরিশোধ না করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সরকারি বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
পাকিস্তানের রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি ‘সুই নর্দান গ্যাস পাইপলাইন্স লিমিটেড’ এর একজন কর্মকর্তা স্থানীয় সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়, তার সরকারি বাসভবন ও জাতীয় সংসদ ভবনসহ ১৮টি ভবনের বিদ্যুৎ সরবরাহ লাইন কেটে দেয়া হয়েছে। গত ছয় মাস ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় কয়েকবার নোটিশ পাঠানো হয় এবং তারপর বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি বলেন, নওয়াজ শরীফের কার্যালয়ে এ পর্যন্ত বিল বাকি পড়েছে প্রায় ৪৭ লাখ রূপি।
সম্প্রতি প্রধানমন্ত্রী বিদ্যুৎ বিল পরিশোধে ব্যর্থ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তার নির্দেশের পর বিদ্যুৎ কোম্পানির পক্ষ থেকে এ ব্যবস্থা নেয়া হয়েছে।