পাথর উধাও ঘটনায় তদন্ত কমিটি
দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনির পাথরের হিসাব না থাকার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড থেকে ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন পাথরের হিসাব পাওয়া যাচ্ছে না।
দিনাজপুররে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উধাও হওয়ার পর এবার মধ্যপাড়া পাথরের খনি থেকে ৩ লাখ ৬০ হাজার টন পাথরের হিসাব পাওয়া যাচ্ছে না। এই পাথরের মূল্য প্রায় ৫৬ কোটি টাকা বলে জানা গেছে।
গত ২৯ শে জুলাই কোম্পানরি পরিচালনা পর্ষদের সভায় পাথরের হিসাব না থাকার তথ্য জানানো হয়। বোর্ড সভায় কোম্পানির মহাব্যবস্থাপকের দেয়া এক তদন্ত প্রতিবেদনে এই পাথরের হিসাব না থাকার তথ্য উল্লেখ করা হয়।
বড়পুকুরিয়ায় দুদক
এদিকে দিনাজপুর বড়পুকুরিয়া খনিতে কয়লা উধাও ঘটনা তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, দুদকের পরিচালক কাজী শফিকুল আলম। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, এখন যাচাই বাছাই চলছে, খুব দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। তিনি বলেন, দুর্নীতি আছে তাই মামলা হয়েছে।