পাবনায় ৭ উপজেলা শতভাগ বিদ্যুৎ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী ১৪ই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাবনা জেলার ৭টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করবেন। এই সাত উপজেলা হচ্ছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন ভাঙ্গুরা, চাটমোহর, ফরিদপুর, ঈশ্বরদী এবং পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন সাঁথিয়া, সুজানগর ও আটঘরিয়া উপজেলা।
২০১৮ সালের ডিসেম্বর নাগাদ সরকার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন এলাকায় শতভাগ বিদ্যুতায়নের পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। বর্তমানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহক সংখ্যা ২ কোটি ৩১ লাখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ৪৬০টি উপজেলার মধ্যে ৫১টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.) এর গতিশীল নেতৃত্বে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতিতে বিদ্যুতায়নের কাজ এগিয়ে চলছে।