পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য আসছে দশ জাহাজ কয়লা

নিজস্ব প্রতিবেদক:

পায়রা বিদ্যুৎকেন্দ্র সচল করতে দশ জাহাজ কয়লা আনার ঋণপত্র খুলেছে কর্তৃপক্ষ। প্রতিটি জাহাজে থাকবে ৪০ হাজার মেট্রিক টন কয়লা।

এর প্রথম জাহাজ আসবে এমাসের ২৫-২৬ তারিখে।

পায়রা কর্তৃপক্ষ জানিয়েছে, যে কয়লা মজুদ আছে তাতে একটা ইউনিট কিছুটা কম উৎপাদন করে আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত কেন্দ্রটি চালিয়ে রাখা সম্ভব হবে। এরপর ১০-১২ দিন বন্ধ রাখতে হবে। পরে নতুন জাহাজ আসলে আবার চালু করা হবে।

১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার

পায়রা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট আগে থেকেই বন্ধ আছে। গরম আর লোডশেডিং এর মধ্যে দ্বিতীয় ইউনিট বন্ধ হতে যাচ্ছে।

এখানে প্রতিদিন গড়ে ১২ হাজার টন কয়লা লাগে। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয় এই কয়লা।