পারমানবিক বিদ্যুতে জাপানের বিনিয়োগ চাইবেন প্রধানমন্ত্রী

পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে জাপানের বিনিয়োগ চাইবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের দনিাঞ্চলে যে আরো একটি পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে সেখানে এই বিনিয়োগের অনুরোধ করা হবে।
পররাস্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী শনিবার পররাস্ট্র মন্ত্রনালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে একথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাতে চারদিনের সফরে জাপান যাবেন। জাপান সফরের সময় প্রধানমন্ত্রী এই বিনিয়োগের আহবান জানাবেন।
এছাড়া গঙ্গা-পদ্মা বধ, ঢাকা ইস্টার্ন বাইপাসহ বড় বড় প্রকল্পে জাপানের বিনিয়োগ চাইবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাংবাদিক সম্মেলনে পররাস্ট্র প্রতিমন্ত্রী শহরিয়ার আলম, পররাস্ট্র সচিব শহীদুল হক, পররাস্ট্র সচিব (দ্বিপাক্ষিক) মোস্তফা কামালসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পররাস্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মানব সম্পদ ও বৃহৎ অবকাঠামো উন্নয়নে জাপানের আগ্রহ বেড়েছে। তাই ব্যাপক অংশীদারিত্ব পর্যায়ে জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর এ সফর গুরুত্বপূর্ন। প্রধানমন্ত্রী প্রস্তাবিত গঙ্গা ব্যারেজ নির্মাণ, যমুনা নদীর নিচ দিয়ে বহুমুখী টানেল, নতুন একটি পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবল্পব্দু সেতুর পাস দিয়ে আলাদা একটি রেলওয়ে সেতু, রাজধানী ঢাকার পাশের চারটি নদীর নখল মুক্ত করে নতুন করে পানির স্রোত আনা, ঢাকার আশেপাশের নদীতে নতুন সেতু তৈরী এবং মাওয়া-যশোর মহাসড়ক উন্নয়নের কাজে জাপানকে সহায়তার কথা বলবেন। তিনি বলেন, জাপানের কাছে এক সঙ্গে সবগুলো প্রকল্কেপ্প সহযোগিতা প্রত্যাশা করে না। কিন্তু এ সফরের মাধ্যমে সবগুলো প্রকল্কেপ্পর ™ি^পীয় উদ্যোগ নেয়া হবে। এছাড়া চারদিনের সফরে ঢাকা জাপানীজ ডেভেলপমেন্ট এসিসট্যান্স চুক্তির বিষয়ে ঘোষণা হতে পারে। উভয়ের মধ্যে যৌথ ইশতেহারও ঘোষণা করা হবে। দুই দেশের মধ্যে বল্পব্দুÍ^পহৃর্ণ, ™ি^পাকি স¤ক্সর্ক জোরদার করাই এই সফরের ল।
প্রধানমšúী শেখ হাসিনা জাপানের সম্রাট ও প্রধানমšúী শিনজো অ্যাবের সঙ্গে বৈঠক ছাড়াও জাপানী বিনিয়োগাকারী এবং জাপান সরকারের নীতি নির্ধারনীদের সাথে বৈঠক করবেন। প্রধানমšúীর সাথে ১০৯জন সফর সঙ্গী হচ্ছেন। এরমধ্যে ৪৫জন ব্যবসায়ী।
বর্তমানে বাংলাদেশে জাপানের বিনিয়োগ এক দশমিক তিন বিলিয়ন ডলার। গত কয়েক বছরে বাংলাদেশে জাপানের বিনিয়োগ বেড়েছে তিনগুণ। এখন ১৭৬টি জাপানি কো¤ক্সানি বাংলাদেশে কাজ করছে। ২০০৭ সালে ছিল ৬১টি কো¤ক্সানি। জাপান নতুন করে ২০টি গামেন্টস স্ট’াপনের জন্য জায়গা চেয়েছে।