পারমানবিক বিদ্যুৎ চুক্তির তথ্য প্রকাশের আহবান
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে যে চুক্তি হয়েছে তার তথ্য প্রকাশ করার আহবান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ ইতিবাচক বলে জানানো হয়।
বোরবার টিআইবি নির্বাহি পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিবৃতি দিয়ে এই আহবান জানান।
বিবৃতিতে যে সব তথ্য প্রকাশ করার আহবান জানানো হয়েছে তাহলো, জনগণের জীবন ও জীবনযাত্রার নিরাপত্তা ও রক্ষার উপর সম্ভাব্য ঝুঁকিসহ পরিবেশগত নেতিবাচক প্রভাবের ঝুঁকি ও দুর্ঘটনার ক্ষেত্রে সরবরাহকারীর দায় নিশ্চিত করতে চুক্তিতে কী উল্লেখ আছে, অর্থায়নের শর্তাবলীসহ অর্থায়ন ব্যবস্থা, সরবরাহকারীর তুলনায় বাংলাদেশের জনগণের সম্ভাব্য লাভ এবং দায়ের অবস্থা এবং বিশ্বব্যাপী লভ্য দক্ষতা, অর্থনীতি, প্রযুক্তি ও নিরাপত্তার বিচারে এ চুক্তিটি প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছতে পেরেছে কিনা- তা প্রকাশ করা।
বিবৃতিতে বলা হয়, পাবনা জেলার রূপপুরে দেশের প্রথম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মানে রাশিয়ার সাথে বাংলাদেশের চুক্তি ইতিবাচক উদ্যোগ। এটা তুলনামূলক কম মাত্রার কার্বন নিঃসরণযোগ্য বিদ্যুৎ প্রকল্প হচ্ছে। তবে একইসাথে এ ধরণের উচ্চ মাত্রার ঝুঁকিপূর্ণ ও অতিব ব্যয়-বহুল প্রকল্প, যার জন্য কারিগরী ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বাংলাদেশকে সরবরাহকারীর উপর প্রায় পুরোপুরি নির্ভর করতে হবে। এজন্য জনস্বার্থে চুক্তির প্রক্রিয়াগত স্বচ্ছতা ও প্রকল্প সংশ্লিষ্ঠ তথ্য প্রকাশ করা উচিত হবে।
বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক বলেন, রাশিয়ার পারমানবিক চুল্লিগুলো, এমনকি খ্যাতিসম্পন্ন রাশিয়ান বিশেষজ্ঞের মতেও অনিরাপদ ও অনির্ভরযোগ্য বলে বিবেচিত। এছাড়া রাশিয়ার রষ্ট্রায়াত্ত দুটি প্রতিষ্ঠান রোসাটম ও গ্যাসপ্রমব্যাংক এর যৌথ মালিকানাধীন এটমস্ট্রয় এক্সপোর্ট কোন দুর্ঘটনায় সরবরাহকারীর দায় নিশ্চিত করার ক্ষেত্রে যথেষ্ঠ বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত নয়। সেজন্য সরকার ও বাংলাদেশ পারমানবিক শক্তি কমিশনকে জনগণের অবগতির জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশের আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এ বছরের সেপ্টেম্বর মাসে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মানের মোট ব্যয় প্রায় চার বিলিয়ন ডলার উল্লেখ করা হলেও মাত্র তিন মাসের ব্যবধানে প্রকল্প ব্যয় তিনগুণেরও বেশি বেড়ে প্রায় ১৩ বিলিয়ন ডলার হয়েছে। এ নিয়ে অনেক ধরনের প্রশ্ন উত্থাপিত হতে পারে।