পালিত হল আর্থ আওয়ার
পৃথিবীর ১৭৩টি দেশ ও অঞ্চলের সাত হাজারেরও বেশি শহর ‘আর্থ আওয়ার’ কর্মসূচী পালন করল। এই কর্মসূচির অংশ হিসেবে জাতিসংঘ সদর দফতরে নিউইয়র্ক সময় রাত সাড়ে আটটায় লাইট বন্ধ করে দেয়া হয়।
জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এক বিবৃতিতে বলেছেন, মানবজাতি জলবায়ুর সমস্যার তৈরী করেছে। তিনি সকল দেশকে জলবায়ু রক্ষায় আসল্পু আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে একমত হয়ে চুক্তি করার আহবান জানান।
‘আর্থ আওয়ার’-এর মুখপাত্র সাধানশু সারনওয়ালা বলেছেন, এ কর্মসূচি জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনগণের দৃষ্টি আকর্ষণে ভূমিকা রাখবে।
আর্থ আওয়ার পালনে বাংলাদেশে আনুষ্ঠানিক কোন কর্মসূচি নেয়া হয়নি।