পিজিসিবিতে পিডিবির শেয়ারের পরিমাণ বাড়ল

পিজিসিবিতে পিডিবির মালিকানা বেড়েছে। পিডিবির সঞ্চালন অবকাঠামো ও সম্পত্তির অবশিষ্ট মূল্য বাবদ সমপরিমাণ টাকার শেয়ার ইস্যূ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে পিডিবি প্রতিটি ১০ টাকা মুল্যের ২৫,১৮,১৪,০০০ টি (২৫১.৮১৪ কোটি টাকার) শেয়ার অভিহিত মূল্যে পেয়েছে। ফলে পিজিসিবিতে পিডিবির মালিকানার হার প্রায় ১০ শতাংশ বেড়েছে। এর আগে  পিডিবি এই কোম্পানির ৭৬ দশমিক ২৫ শতাংশের মালিক ছিল।
শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি হল এ পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লি. (পিজিসিবি) এর ২০তম বার্ষিক সাধারণ সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। পাশাপাশি শেয়ারহোলান্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছে পিজিসিবি।
সাধারন সভায় সভাপতিত্ব ও কার্যক্রম পরিচালনা করেন পিজিসিবি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব মো. আবুল কালাম আজাদ। সভায় সমাপ্ত বছরের কার্যক্রম, কোম্পানীর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন পিজিসিবি ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আল বেরুনী। পিজিসিবি’র কোম্পানী সচিব মোঃ আশরাফ হোসেন সভায় স্বাগত বক্তব্য দেন।
অন্যদের মধ্যে বিদ্যুতের সাবেক সচিব মনোয়ার ইসলাম, বিপিডিবি চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, আবু আলম চৌধুরী, প্রকৌশলী এস এম খাবীরুজ্জামান পিইঞ্জ, ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, শেখ মো. আবদুল আহাদ, ড. এবিএম হারুন-উর- রশিদ, এ.কে.এম.এ. হামিদ, মেজর জেনারেল মঈন উদ্দিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৫-১৬ অর্থবছরে পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি) শেয়ারহোল্ডারদের জন্য নগদ ১২ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন করেছে। একই অর্থবছরে কোম্পানীর কর পরবর্তী মুনাফা হয়েছে টাকা ১২২.৬১ কোটি। আলোচ্য অর্থবছরে কোম্পানীর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৬৬ টাকা। নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ছিল ৭৬.৮৯ টাকা।
অনুষ্ঠানে আরো বলা হয়, পিজিসিবি সারাদেশে স্থাপিত বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রীডে সঞ্চালনের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করছে। ২০১৫-২০১৬ অর্থবছরে পিজিসিবি ৪৬,৪১৩ মিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ সঞ্চালন করেছে, যা আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৮৬  শতাংশ বেশি। বর্তমানে পিজিসিবির ১৫টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। পরিকল্পনায় রয়েছে আরও ১৯টি প্রকল্প। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে সরকারের গৃহীত ভিশন ২০২১ অনুযায়ি আগামীতে উৎপাদিত বিদ্যুৎ সহজে সঞ্চালন করা যাবে। চারজন স্বতন্ত্র পরিচালকের পুন.নিয়োগও শেয়ার মালিকরা অনুমোদন করেছেন।